বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মহেশখালীতে দুদিনে দুই খুন, আতঙ্কে সাধারণ মানুষ 

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে দুদিনে দুই খুন, আতঙ্কে সাধারণ মানুষ 

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পরপর দুদিনে দুই যুবকের খুনের ঘটনা ঘটেছে। এনিয়ে মহেশখালীর সর্বত্রে যেমনটা চলছে আলোচনা সমালোচনা সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। 

গত ১ লা অক্টোবর বড়মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা এলাকায় খুন হয় কায়সার নামক এক যুবক, পরের দিন ২ তারিখে হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে অন্য এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বড় মহেশখালী ফকিরাঘোনার কাইসার হত্যা মামলায় স্থানীয় জাফর আলম নামক একজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানার ওসি মো. কাইছার হামিদ হোয়ানক ইউনিয়নে ঘটে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- মূলত গত একদিন আগেই মহেশখালীর হোয়ানে এ ঘটনা ঘটেছে। তবে রহস্যময় কারণে এমন ঘটনার কথা কেউই পুলিশ স্টেশনে জানায়নি- অনলাইন জুয়ার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। 

কক্সবাজার হাসপাতালেই ওই লোকটির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানাযায় নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (১৬)। তার বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায়। 

ওসি জানান- নিহত ওই ব্যক্তি একই এলাকার মোহাম্মদ রিদোয়ান নামের এক ব্যক্তির কাছ থেকে অনলাইন জুয়া সংক্রান্তে ৫শ টাকা পাওনাদার ছিলেন গত পরশু দিনের কোনো একসময় তার পাওনার এই টাকা চাইতে গেলে কথা কাটাকাটির কোনো এক পর্যায়ে রিদোয়ান তাকে ছুরিকাঘাত করে। আহত যোবায়েরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য  নেয়া হয়- চিকিৎসা অবস্থায় ওখানেই তার মৃত্যু হয়। 

ওসি মো. কাইছার হামিদ আরও জানান- এ ঘটনায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) কেউই মহেশখালী থানায় অভিযোগ করেন নি- তবে পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

টিএইচ